অনেক কাজ করার প্ল্যান ছিল আজ। জীবনে রেভোলিউশন এনে ফেলতাম আজই, যদিনা এই বৃষ্টিটা... কিন্তু এখন কাজকম্ম সব চুলোয় তুলে মন খালি কীখাই, কাকে খাই করছে! পাশের ফ্ল্যাটের ঢিংচি ঢিচিং গান শোনা ছোঁড়াটাকে আজ গোটাদিন রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে মারার প্ল্যান করেছি। Btw বৃষ্টিতে ছাতা ছাড়া প্রেম করতে বেরোবেনা যেন!😉