ডেকার্স লেন আপডেট- চিত্ত বাবুর দোকানে আজকাল বাসন্তী পোলাও+চিকেন কষা আর খিচুড়ি শুরু হয়েছে। দাম নিল 100 টাকা। টেস্ট বেশ ভালোই। ইয়া বড় একটা আলু আর তার সাথে পরিমাণ মতো চিকেন। বিঃদ্রঃ - আজকে সাথে কোনো রমণী ছিলেন না। কারা যেনো আমাকে কলির কেস্ট বলে অপবাদ দেয়!😤